
ঢাকা, বাংলাদেশ | ০৩ মার্চ ২০২১, বুধবার
| প্রকাশিত হয়েছে: February ৯, ২০১৯: ১৯ টা ০৮ মিনিটে
ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সকল শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধানদের অংশগ্রহনে বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯ শনিবার কুয়াকাটায় অবস্থিত সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদের সভাপতিত্বে ব্যাংকটির ২০৩টি শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, এএসএম বুলবুল, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারী, সৈয়দ রইস উদ্দিন ও আরিফ মোঃ শহিদুল হক।
সম্মেলনে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। এতে অংশগ্রহনকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসার, অনাদায়ী শ্রেণীকৃত ঋণ আদায় এবং লক্ষমাত্রা নির্ধারন ও অর্জনে সম্মিলিত এবং নিরলস ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।